বিএনপি-জামায়াতের চক্রান্ত রুখে দিতে মাঠে নেমেছি: যুবলীগ সাধারণ সম্পাদক
আগামীকাল শুক্রবারের শান্তি সমাবেশের মাধ্যমে বিএনপি-জামায়াতের চক্রান্ত রুখতে আওয়ামী লীগের তিন অঙ্গসংগঠন- স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
তিনি বলেন, আমরা ২৮ জুলাই বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে শান্তি সমাবেশের অনুমতি পেয়েছি। বিএনপি একটি দেশ ধ্বংসকারী দল। মুক্তিযুদ্ধের চেতনার দল কখনো বিএনপির দেখাদেখি কর্মসূচি দেয় না। আমরা বিএনপির দেখাদেখি সমাবেশ করছি না।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নিখিল বলেন, পরিস্কারভাবে বলতে চাই, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। বিএনপি-জামায়াত তরুণ প্রজন্মের ভবিষ্যত নষ্ট করতে মাঠে নেমেছে। তাদেরকে রুখে দেয়ার জন্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা মাঠে নেমেছে।
শান্তি সমাবেশ সফল করতে ২৭ জুলাই, বুধবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাইনুল হোসেন খান নিখিল বলেন, লন্ডনে বসে তারেক রহমান যুবসমাজকে ধ্বংসের নীলনকশা করছেন। দেশ-বিরোধী শক্তি তারুণ্যের সমাবেশের নামে তরুণ সমাজকে আবারো ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
দেশের স্বাধীনতাপ্রেমী মানুষ তিন সংগঠনের যৌথ সমাবেশে যোগ দিবেন প্রত্যাশা করে তিনি বলেন, সকল শ্রেণী-পেশার মানুষ আমাদের সমাবেশে যোগ দিবেন। বাংলার মাটিতে ২১ আগস্টের গ্রেনেড হামলাকারীদের আর জায়গা দেয়া হবে না। মানুষের কল্যাণে, মানুষের অধিকার রক্ষায় আমরা মাঠে ছিলাম। সর্বদা মাঠে থাকব।'