গাবতলীতে সমাবেশের প্রস্তুতিকালে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পূর্বঘোষণা অনুযায়ী আজ (২৯ জুলাই) সকালে রাজধানীর প্রবেশমুখ গাবতলীতে অবস্থান কর্মসূচির প্রস্তুতিকালে পুলিশের বাধার মুখে পড়ে বিএনপি। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে যোগ দেন আওয়ামী লীগ কর্মীরাও।
শনিবার সকাল ১০টার দিকে সমাবেশের জন্য মঞ্চ তৈরি, চেয়ার ও মাইক বসাতে গেলে পুলিশের বাধার সম্মুখীন হন বিএনপির লোকেরা।
জানা যায়, পুলিশের উপস্থিতিতেই সমাবেশের আয়োজনে আনা জিনিসপত্র সরিয়ে দেন আওয়ামী লীগের কর্মীরা।
সংঘর্ষে আওয়ামী লীগের একজন ও বিএনপির তিনজন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
এর আগে, শুক্রবার (২৮ জুলাই) ঢাকার সকল প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি। শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উত্তরা বিএনএস কেন্দ্রের বিপরীতে, গাবতলী এসএ খালেক বাস স্টেশনের সামনে, নয়াবাজার বিএনপি কার্যালয়ের সামনে এবং যাত্রাবাড়ীর দনিয়া কলেজের কাছাকাছি- মোট চারটি পয়েন্টে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।