মঙ্গলবার সমাবেশ আয়োজনে অনড় জামায়াত, ডিএমপি অনুমোদন না দিলেও
পুলিশের অনুমতি না পেলেও মঙ্গলবার (১ আগস্ট) সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জামায়াতকে কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হবে না- ডিএমপির এমন বক্তব্যের পর সোমবার (৩১ জুলাই) দলটির ঢাকা দক্ষিণ সিটির আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, 'পুলিশের অনুমতি না থাকলেও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশ হবে।'
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের দাবিতে সমাবেশের ঘোষণা দিয়েছে এই ইসলামী দলটি।
এর আগে ডিএমপির উপকমিশনার ও মুখপাত্র ফারুক হোসেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্বেগের কথা উল্লেখ করে বলেন, 'যদি জামায়াত অনুমতি ছাড়া রাস্তায় নামে, তাহলে পুলিশ কৌশলগত, কার্যকর এবং আইনি ব্যবস্থা গ্রহণ করবে।'
তিনি আরও বলেন, জামায়াত যাতে সমাবেশ করতে না পারে সেজন্য আমরা রাস্তায় পুলিশ সদস্য মোতায়েন করব।
তবে ডিএমপির হুঁশিয়ারি সত্ত্বেও সোমবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে নুরুল ইসলাম বুলবুল বলেন, দল তার পরিকল্পিত কর্মসূচি নিয়েই এগিয়ে যাবে।
তিনি বলেন, শেষ মুহূর্তে পুলিশের অনুমতি পেয়ে গত ১০ জুন ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ- এর মিলনায়তনে সমাবেশ করে জামায়াত।
এক দশকের মধ্যে এদিন রাজধানীতে প্রথম জনসভাও করেছে দলটি, যা দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
পরে ২৪ জুলাই, দলটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করে।
কর্মসূচির মধ্যে রয়েছে ১ আগস্ট ঢাকায় মহাসমাবেশ এবং ২৮ জুলাই সবগুলো শহরে এবং ৩০ জুলাই সমস্ত জেলা সদরে মিছিল।
২৫ জুলাই জামায়াতের একটি প্রতিনিধি দল ডিএমপি সদর দফতরে গিয়ে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন জমা দেয়।