বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি, তিন দিন ধরে নিখোঁজ ১২ জেলে
বঙ্গোপসাগরের আনোয়ারা উপকূলে এফবি আলী শাহ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় তিনদিন ধরে ১২ জেলে নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার (১ আগস্ট) রাতে কুতুবদিয়া থেকে ৬৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড।
নিখোঁজ জেলেরা হলেন- আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের মোহাম্মদ মোখতার মাঝি, মো. আশরাফ, মো. জাহাঙ্গীর, মো. ইলিয়াস, মো. ফরিদ, আজিজুল হক, নুর মোহাম্মদ, মো. আরাফাত, মো. শাহীন, মো. আরিফ, মো. ওসমান ও নুরুদ্দিন।
বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড পূর্ব জোনের সাঙ্গু স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার (সিসি) মোস্তাক আহমেদ বলেন, মঙ্গলবার রাতে কুতুবদিয়া চ্যানেলের ৬৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে ট্রলার ডুবির ঘটনা ঘটে। জেলেদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান অব্যাহত রয়েছে।
রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আমিন শরীফ জানান, গত রোববার রাতে উপকূলীয় রায়পুর ইউনিয়নে মনির আহমদের মালিকানাধীন এফবি আলী শাহ ১২ জেলে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। মঙ্গলবার রাতে কুতুবদিয়া চ্যানেলের ৬৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে গিয়ে প্রবল ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এরপর থেকে ট্রলারের জেলেরা নিখোঁজ আছেন।