মুন্সীগঞ্জে ট্রলারডুবি: নদী থেকে আরও ১ শিশুর মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জের পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় আরও ১ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ জনে। স্বজনেরা দাবি করছেন, এখনো নিখোঁজ রয়েছে আরও দুই শিশু।
সোমবার সকাল ৬টার দিকে দুর্ঘটনাস্থল থেকে ২ কিলোমিটার দূরে সুবচনী বাজার সংলগ্ন এলাকায় পদ্মার শাখা নদীতে ভাসমান অবস্থায় ওই মরদেহ উদ্ধার করা হয়।
মুন্সিগঞ্জ লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কয়েস আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজের সন্ধানে তল্লাশি অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ'র টিম। এর আগে ট্রলারডুবির ঘটনার দিন রাতে প্রশাসন থেকে জানানো হয় আটটি মরদেহ উদ্ধারের কথা। কিন্তু দাফনের জন্য জেলা প্রশাসন থেকে ২৫ হাজার টাকা দিতে গেলে একই নাম দুইবার আসায় প্রশাসন থেকে বিকালে ঘোষণা করে উদ্ধারকৃত মৃতদেহের সংখ্যা ৭।
প্রসঙ্গত, শনিবার রাত ৮টার দিকে মুন্সিগঞ্জ লৌহজং উপজেলা খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ৪৬ যাত্রী নিয়ে ডুবে যায় একটি পিকনিকের ট্রলার।
এদিকে ট্রলার ডুবে হতাহতের ঘটনায় মামলা হয়েছে। লৌহজং থানায় করা মামলাটির বাদী ট্রলারডুবিতে সন্তানসহ পাঁচ স্বজন হারানো রুবেল শেখ। মামলায় অবহেলাজনিত হত্যার অভিযোগ আনা হয়েছে।
মামলায় আসামি করা হয়েছে বাল্কহেডের মালিক, চালক, চালকের সহকারীসহ পাঁচজনকে। সবাই অজ্ঞাতনামা। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।