চমেক হাসপাতালের বারান্দায় ভিজছেন রোগী ও স্বজনরা
টানা কয়েক দিনের ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের বারান্দায় পানি ঢোকায় বিপাকে পড়েছেন হাসপাতালে চিকিৎসা নিয়ে আসা রোগী ও তাদের স্বজনরা।
বৃষ্টির কারণে হাসপাতালের মেঝেতে চাপাচাপি করে অবস্থান নিয়েছেন তারা। স্যাঁতস্যাঁতে মেঝেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী-স্বজনদের।
সোমবার (০৭ আগস্ট) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে গেছে, মেডিসিন ওয়ার্ডের তিনটি ইউনিট, প্রসূতি ওয়ার্ড, নবজাতক, অর্থোপেডিকস, হৃদরোগ বিভাগ, কিডনি, নিউরো মেডিসিন ওয়ার্ডের বারান্দায় রোগী বেশি।
এসব ওয়ার্ডে সক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি রোগী ভর্তি আছেন। বিশেষ করে মেডিসিন ওয়ার্ডের খোলা বারান্দায় রোগীর সংখ্যা বেশি। এছাড়া প্রসূতি ওয়ার্ডের বাইরেও অনেক রোগী। আর নবজাতক ওয়ার্ডের বাইরে মা ও স্বজনরা অবস্থান করছেন।
সন্দ্বীপ থেকে আসা দুর্লভ জলদাস টিবিএসকে বলেন, "আমার বোনকে ৬ দিন আগে এখানে এনেছি। নবজাতক ওয়ার্ডে ভর্তি বোনের বাচ্চা। বৃষ্টির সময় পানি ঢোকে। তখন বিছানা নিয়ে ভেতরে দাঁড়িয়ে থাকি। এরপর বৃষ্টি কমলে এখানে এসে বসি। পুরো সময় তো আর দাঁড়িয়ে থাকা যায় না।"
এ দুর্ভোগ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান টিবিএসকে বলেন, "রোগীর চাপ বেশি থাকায় কিছু কিছু ওয়ার্ডের বারান্দায়ও রোগীরা থাকছেন। আমরা ত্রিপল দিয়ে রোগীদের সুরক্ষিত করার চেষ্টা করছি। ভারী বর্ষণে পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে।"
"তবে স্বজনদের বিষয়টি দেখা আমাদের দায়িত্ব না। রোগীদের যেন ভিজতে না হয়, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে," যোগ করেন তিনি।