ঋণ খেলাপি: বিদেশি নাগরিকসহ ৩ ব্যবসায়ীকে ১২৩ কোটি টাকা পরিশোধের নির্দেশ
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার দায়ের করা একটি মামলায় চট্টগ্রামের ইপিজেড এলাকার শিল্প প্রতিষ্ঠান এঅ্যান্ডবি আউটওয়ার লিমিটেডের চেয়ারম্যান ডেনমার্কের নাগরিক মাইকেল কোল্ডসহ তিন ব্যবসায়ীকে ১২৩ কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১০ আগস্ট) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে অর্থঋণ আদালতের ব্যাঞ্চ সহকারী রেজাউল করিম নিশ্চিত করেছেন।
বাকি দুই জন হলেন- এঅ্যান্ডবি আউটওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আবেদিন এবং তার স্ত্রী সালেয়া আবেদিন। এর মধ্যে নাজমুল আবেদিন বাংলাদেশি বংশোদ্ভুত যুক্তরাজ্যের নাগরিক।
ব্যাঞ্চ সহকারী রেজাউল করিম জানান, ২০২০ সালে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার পক্ষ থেকে ১২২ কোটি ৬৫ লাখ ৭৭ হাজার ঋণ খেলাপির অভিযোগে মামলা দায়ের করা হয়।
গত তিন বছরে আদালত বারবার আসামিদের হাজিরের নির্দেশ দিলেও তারা আদালতে আসেননি। উল্টো আম মোক্তারের মাধ্যমে মামলা পরিচালনার অনুমতি চাওয়া হয়। আদালত তাদের সেই আবেদন না মঞ্জুর করে একতরফা ভাবে ১২৩ কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন।
এর আগে ৯৩ কোটি ৭৯ লাখ টাকার চেক প্রতারণার অভিযোগে ব্র্যাক ব্যাংকের দায়ের করা মামলায় এঅ্যান্ডবি আউটওয়ার লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালককে এক বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত।
তিন বছর আগে চট্টগ্রাম ইপিজেড এলাকার শিল্প প্রতিষ্ঠান এঅ্যান্ডবি আউটওয়ার লিমিটেডের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ না করে লাপাত্তা হয়ে যান তারা।