ছাত্রদলের ৬ নেতাকে ‘নাশকতার চেষ্টায়’ গ্রেপ্তার করা হয়েছে: ডিবি
পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) 'নাশকতার চেষ্টার' অভিযোগে ছাত্রদলের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে। রবিবার (২০ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে গ্রেপ্তার এ কথা বলেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার এন্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) খোন্দকার নুরুন্নবী।
তিনি বলেন, 'সম্ভাব্য নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতির সময় তাদের অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছিল'।
গ্রেপ্তারকৃতরা হলেন- ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ওরফে ফজিসান (৩১), বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ বিল্লাহ (৩০), ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মো. হাসানুর রহমান হাসান (৩২), ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহাদত হোসেন (৩১), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর (৩২) ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আর রিয়াদ (২১)।
তিনি বলেন, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম বিশেষ অভিযান পরিচালনা করে ৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৩৬ রাউন্ড গুলিসহ ৬ জনকে গ্রেপ্তার করে।
খন্দকার নুরুন্নবী বলেন, 'উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলো পাবনা ও টেকনাফসহ বিভিন্ন এলাকা থেকে আনা হয়েছে। হোয়াটসঅ্যাপ কথোপকথনের ভিত্তিতে আমরা সক্রিয়ভাবে অস্ত্র সরবরাহকারীদের অনুসরণ করছি।'
অধিকতর তদন্তে এসব বেআইনি কর্মকাণ্ডের পেছনের উদ্দেশ্য বেরিয়ে এসেছে বলে জানান তিনি।
নুরুন্নবী বলেন, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে এটা স্পষ্ট হয়ে গেছে যে, তাদের উদ্দেশ্য ছিল নৈরাজ্য ও সন্ত্রাসবাদের মাধ্যমে অস্থিতিশীলতা ও ভীতি সৃষ্টি করে আসন্ন জাতীয় নির্বাচনকে ব্যাহত করা।'
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সম্পর্কে জানতে চাইলে ডিবির যুগ্ম কমিশনার বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান।
ডিবি কর্মকর্তা জানান, আটক বিএনপি নেতাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিএনপি ও ছাত্রদলের ঊর্ধ্বতনদের নির্দেশে তাদের কর্মকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে।
'তাদের পরিকল্পনার হলো ছাত্রদলের সদস্যদের আগ্নেয়াস্ত্র ব্যবহার শিখিয়ে রাজপথে আধিপত্য বিস্তার করাএবং পাবলিক স্পেসে আতঙ্ক সৃষ্টি করা। যার মাধ্যমে বর্তমান সরকারকে অস্থিতিশীল করা যায়।' তিনি বলেছিলেন।
রবিবার বিকেলে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ছয়জনকে আদালতে হাজির করা হয়।