ড. ইউনূসের বিরুদ্ধে বিচার বন্ধের আহ্বান অযৌক্তিক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম স্থগিত করার জন্য ১৭৪ বিশ্বনেতার আহ্বান অযৌক্তিক।
তিনি বলেন, 'বিশ্বজুড়ে যে কেউ তাদের মতামত প্রকাশের ক্ষেত্রে স্বাধীন। এখানে (মামলা) সরকারের কোনো প্রভাব ছিল না। বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে এবং এটি বাস্তব প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। বিচার কার্যক্রম স্থগিত করার অনুরোধ করা অযৌক্তিক।'
মঙ্গলবার (২৯ আগস্ট) রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভার পর সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শাহরিয়ার আলম আরও বলেন, 'ব্যবসায় নিয়োজিত একজন ব্যক্তি যিনি উল্লেখযোগ্য সংখ্যক কর্মী নিয়োগ করেছেন এবং যথেষ্ট সম্পদের অধিকারী, তিনি আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। তবে, তার মানে এই নয় যে তিনি অপরাধী হয়ে গেছেন বা তার বিরুদ্ধে তদন্ত করা যাবে না।'
তিনি বলেন, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তদন্ত করা যাবে না।
প্রতিমন্ত্রী বলেন, একজন ব্যক্তিকে রক্ষা করার জন্য এই ধরনের প্রচেষ্টা দেখাটা হতাশাজনক।
তিনি আরো বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করে এবং বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে। আইনি প্রক্রিয়া চলবে, আমরা এটা নিয়ে চিন্তিত নই।
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম অবিলম্বে বন্ধের দাবিতে সোমবার (২৮ আগস্ট) শতাধিক নোবেল বিজয়ী সহ ১৭০ জনের বেশি বিশ্বনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলা চিঠি লিখেছেন।
খোলা চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্টা, আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন, নোবেল বিজয়ী আলবার্ট আর্নল্ড গোর জুনিয়র (শান্তি), ওরহান পামুক (সাহিত্য) ও হার্ভে জে অল্টার (মেডিসিন)।