সংস্কার প্রতিবেদনগুলো নতুন বাংলাদেশের কাঠামো তৈরি করবে: ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার প্রতিবেদনগুলো নতুন বাংলাদেশের জন্য একটি কাঠামো তৈরি করবে।
আজ বুধবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চার সংস্কার কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর জমা দেন। এ সময় অধ্যাপক ইউনূস সংস্কার কমিশনের সদস্যদের উদ্দেশে এ কথা বলেন।
আজ সকাল সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংস্কার প্রতিবেদন জমা দেওয়ার পর প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
ড. ইউনূস বলেন, 'এটিই শেষ নয়, কেবল একটি অধ্যায়ের শুরু...এর [কাঠামোর] মাধ্যমে আমরা সবার সাথে আলোচনা শুরু করব।' সবাই এ কাঠামোর সাথে একমত কি না, তা নিয়ে ঐকমত্য তৈরি করা হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, 'আমরা নতুন বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা করেছিলাম, তা আপনাদের [কমিশনের সদস্যদের] কাঁধে। আপনারা আমাদের সেই স্বপ্নের কাঠামো তৈরি করেছেন, যা একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।'
প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন 'খুবই গুরুত্বপূর্ণ'। এই সংস্কার প্রতিবেদনের মাধ্যমে আমরা যেটা গঠন করতে চাচ্ছি, তার উদ্দেশ্য হলো- এটা থেকে গণঅভ্যুত্থানের একটা চার্টার তৈরি করা। যা হবে নতুন বাংলাদেশের একটা চার্টার। এটা মতৈক্যর ভিত্তিতে তৈরি হবে। নির্বাচন হবে, সবকিছুই হবে; কিন্তু চার্টার থেকে সরা যাবে না।
প্রতিবেদন জমা দেওয়া কমিশনের প্রধানরা হলেনে, সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রিয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সরফরাজ হোসেন ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান।