দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রের ট্যারিফ প্রস্তাব অনুমোদন, প্রতি ইউনিট ১১ টাকা দরে কিনবে সরকার
রামপালে ৩০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্রের ট্যারিফ প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এই কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ প্রতি কিলোওয়াট ঘণ্টা ১১.০৬৭ টাকা দরে কিনবে বিদ্যুৎ বিভাগ।
বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
২০ বছর ধরে এই হারে বিদ্যুৎ কিনবে সরকার। এতে মোট ব্যয় হবে ১০,৭৬২ কোটি টাকা।
৪৩০ মিলিয়ন ডলার ব্যয়ে বাংলাদেশের সর্ববৃহৎ এই সৌর বিদ্যুৎকেন্দ্রের প্রধান বিনিয়োগকারী সৌদি আরবের এসিডব্লিউএ পাওয়ার কোম্পানি।
রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে এই কেন্দ্র গড়ে উঠবে। এতে জমির যোগান দেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
এছাড়া, বেসরকারি খাতের কোম্পানি কম্ফিট কম্পজিট নিট লিমিটেড বাংলাদেশ এবং ভিয়েলাটেক্স স্পিনিং লিমিটেড এই বিদ্যুৎকেন্দ্রের মালিকানায় থাকছে।