ঢাকা মেডিকেলের ওয়ার্ড থেকে নবজাতক নিখোঁজ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে বৃহস্পতিবার (৩১ আগস্ট) তিন দিন বয়সী এক নবজাতক নিখোঁজ হয়েছে।
শিশুটির বাবা হিরণ মিয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, তিন দিন আগে তার স্ত্রী একটি ছেলেসন্তানের জন্ম দেন।
বৃহস্পতিবার দুপুরে হিরণের স্ত্রী ঘুমিয়ে পড়ায় শিশুটিকে দেখার জন্য কেউ ছিল না।
হিরণ মিয়া বলেন, 'আমরা বাচ্চাটিকে কোথাও খুঁজে না পেয়েছে ৯৯৯-এ ডায়াল করি। তারপর পুলিশ এসে তদন্ত চালায়।'
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমাদের এখান থেকে একটি নবজাতক মিসিং হয়েছে। পুলিশ এসেছে, সিসিটিভি ফুটেজ দেখে তথ্য-উপাথ্য বিশ্লেষণ করা হচ্ছে।
'সিটিটিভি ফুটেজ থেকে এক নারীকে শনাক্ত করা হয়েছে; তাকে জিজ্ঞাসাবাদ চলছে। খুব শিগগিরই এ বিষয়ে একটি সমাধান পাওয়া যাবে বলে আশা করছি।'