অবসরপ্রাপ্ত ব্যাংকাররা একই ব্যাংকের পরিচালক হতে পারবেন: কেন্দ্রীয় ব্যাংক
ব্যাংকের নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তাদের অবসরের পর একই ব্যাংকে পরিচালক হিসেবে যোগদানের সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত শর্ত শিথিল করে একটি নির্দেশনা জারি করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, 'কোনো ব্যাংক থেকে কর্মকর্তারা অবসর বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পাঁচ বছর পরে ব্যাংকের পরিচালক হতে পারবেন।'
আগে নির্দিষ্ট ব্যাংকের পরিচালক হওয়ার সুযোগ ছিল না। ২০২১ সালে ব্যাংকারদের একই ব্যাংকের বোর্ড সদস্য হিসেবে নিয়োগের সুযোগ সীমিত করা হয়েছিল।
কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, "নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনিস্টিটিউশন (এনবিএফআই)-এর ক্ষেত্রে এ ধরনের সুবিধা আগে দেওয়া হয়েছে। সেটি এখন ব্যাংকের ক্ষেত্রে করা হলো।"