বিদ্রোহের জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে আনসার ব্যাটালিয়ন আইনের খসড়া অনুমোদন মন্ত্রিসভায়
বিদ্রোহ করলে বা বিদ্রোহে প্ররোচনা দিলে– আনসার সদস্যদের জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন একটি আইন করতে যাচ্ছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (৪ সেপ্টেম্বর) তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে 'বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩'- এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এক ব্রিফিংয়ে বলেন, আগের আইনে কিছু ক্ষেত্রে শাস্তির বিধান ছিল না। বিশৃঙ্খলা সৃষ্টি করলে কি সাজা দেওয়া হবে, তা খসড়ায় নির্দিষ্ট করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, বিদ্রোহ করলে বা বিদ্রোহে প্ররোচনা দিলে সাজা হবে মৃত্যুদণ্ড। আগে আনসার বাহিনীতে বিদ্রোহের জন্য কোনো সাজার বিধান ছিল না বলে জানান তিনি।
এছাড়া কয়েকটি বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত আইন পাস হয়েছে সভায়।