পাঁচ বছরের ট্রেড লাইসেন্স দেওয়া শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
ব্যবসায়ীদের জন্য পাঁচ বছরের ট্রেড লাইসেন্স প্রদান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতদিন কেবল এক বছরের ট্রেড লাইসেন্স দেওয়া হত।
সোমবার (৪ সেপ্টেম্বর) মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস।
এমসিসিআই জানিয়েছে, এখন থেকে ঢাকা দক্ষিণের অধীনস্থ সকল স্তরের ব্যবসায়ীরা পাঁচ বছরের নতুন ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন এবং পুরনো ট্রেড লাইসেন্স নবায়ন করতে পারবেন।
এমসিসিআই আরও জানায়, এই পরিষেবাটি ধীরে ধীরে ইউনিয়ন স্তরে প্রসারিত করা হবে যা দেশে ব্যবসা করাকে আরো সহজতর করবে।
প্রতি বছর লাইসেন্স নবায়ন করতে গিয়ে ঝামেলায় পড়তে হয় বলে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বেশি মেয়াদের লাইসেন্সের দাবি জানিয়ে আসছেন। এর পরিপ্রেক্ষিতে এমসিসিআই লাইসেন্সের মেয়াদ বাড়ানোর জন্য ঢাকা দক্ষিণকে অনুরোধ করে।
অনুষ্ঠানে মেয়র তাপস বলেন, যদি একদল ব্যবসায়ী একত্রে এই সেবা নিতে চায়, তাহলে সংশ্লিষ্ট সেবা এলাকার কর্মকর্তারা ওইসব প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স প্রদান বা নবায়নের জন্য যাবেন।
তিনি বলেন, এতদিন ব্যবসায়ীরা এই পরিষেবা পেতে বিভিন্ন দপ্তরে যেতেন। এটি এখন প্রয়োজন হবে না। এর ফলে 'ইজ অব ডুয়িং বিজনেস' সূচকে বাংলাদেশ এগিয়ে যাবে।
মেয়র আরও বলেন, শুধু এমসিসিআই সদস্যদের জন্য নয়, ঢাকা দক্ষিণের সব ব্যবসায়ী এই সুবিধা পাবেন। যারা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মাধ্যমে লাইসেন্সের জন্য আবেদন করবেন তারাও এটি পাবেন।
এমসিসিআই-এর সভাপতি সাইফুল ইসলাম বলেন, সম্প্রতি লাইসেন্সের বিষয়টি সামনে এলে আমরা প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেছি। সরকারের শীর্ষ পর্যায় বিষয়টি ইউনিয়ন পর্যায়েও বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে বাস্তবায়ন করা হবে।
নারী উদ্যোক্তা সমিতির সভাপতি নীলুফার করিম সারাদেশের সিটি কর্পোরেশনের পাশাপাশি পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে নারী উদ্যোক্তাদের জন্য এই সুবিধা উপলব্ধ করার আহ্বান জানিয়েছেন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ ব্যবসায়ীদের তথ্য সুরক্ষিত রাখতে এবং নিবন্ধন প্রক্রিয়ার জন্য সার্ভারগুলো যাতে পুরোপুরি চালু থাকে তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
পুরান ঢাকার বিভিন্ন এলাকায় নির্মিত রাসায়নিক গুদামগুলো সম্প্রতি উদ্বোধন করা শ্যামপুর শিল্প এলাকায় স্থানান্তরের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান মেয়র তাপস।
তিনি বলেন, যারা শ্যামপুরে স্থানান্তর করবে তাদের স্থগিত ট্রেড লাইসেন্স নবায়ন সহ সমস্ত পরিষেবা সরবরাহ করা হবে। তবে যারা স্থানান্তর করবে না তাদের লাইসেন্স দেওয়া হবে না।