অনুমতি ছাড়া ড. ইউনূস ইস্যুতে মন্তব্য করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শৃঙ্খলা ভঙ্গ করেছেন: আইনমন্ত্রী
অ্যাটর্নি জেনারেলের অনুমতি ড. মুহাম্মদ ইউনূস ইস্যুতে মন্তব্য করে ডেপুটি অ্যাটর্জি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, 'ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া শৃঙ্খলা ভঙ্গ করেছন।'
তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে আনিসুল হক বলেন, 'তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি আমি দেখব।'
মন্ত্রী বলেন, তিনি (এমরান আহমেদ) অ্যাটর্নি জেনারেল অফিসের দায়িত্বপ্রাপ্ত একজন ডিএজি (ডেপুটি অ্যাটর্নি জেনারেল)। তিনি যদি সাংবাদিকদের সামনে কথা বলেন, তাহলে তার হয় পদত্যাগ করে কথা বলা উচিত, অথবা অ্যাটর্নি জেনারেলের অনুমতি নিয়ে কথা বলা উচিত। তিনি সেটি করেননি। তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন।'
এদিকে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, 'অন্য কোনো পক্ষকে খুশি করার জন্য হয়তো ডেপুটি অ্যাটর্নি জেনারেল এটা বলেছেন। নিশ্চয়ই এখানে তার কোনো উদ্দেশ্যে ছিল।'
অ্যাটর্নি জেনারেল বলেন, 'তাকে যদি কেউ বিবৃতিতে স্বাক্ষর করতে বলত, তার তো উচিত ছিল অ্যাটর্নি জেনারেল হিসেবে আমাকে জিজ্ঞেস করা। কিন্তু তিনি আমার সঙ্গে কোনো কথাই বলেনি। গতকাল ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া ছুটিতে ছিলেন। কিন্তু কোট, প্যান্ট পরে সরাসরি সাংবাদিকদের কাছে ব্রিফ করেছেন। এখানে নিশ্চয় তার কোনো উদ্দেশ্য আছে।'
ডিএজি এমরানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, 'আমি তার নিয়োগকারী কর্তৃপক্ষ না। তাই এ বিষয়ে কিছু বলতে পারব না।'