প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁর মধ্যে আলোচনা চলছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সোমবার (১১ সেপ্টেম্বর) দ্বিপক্ষীয় সম্পর্ককে কৌশলগত পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আলোচনার সূচনা করেছেন।
দুই দেশ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মুক্ত করতে চাইছে, বিশেষ করে কৌশলগত সম্পদ ও উন্নত প্রযুক্তিতে।
এদিন সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের টাইগার গেটে পৌঁছালে শেখ হাসিনা রাষ্ট্রপতি মাখোঁকে অভ্যর্থনা জানান।
দুই নেতা প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে প্রতিনিধি পর্যায়ের আলোচনায় যোগ দেন। এরপর সেখানকার শিমুল হলে দুই নেতার মধ্যে পর্যায়ের সংলাপ হবে।
করবী হলে দুই নেতার উপস্থিতিতে কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি সই হবে। এরপর সেখানে যৌথ প্রেস ব্রিফিং করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ।
টাইগার গেটে হাসিনাকে দেখার আগে মাখোঁ ভিজিটরস বইয়ে সই করবেন।
৩৩ বছরের মধ্যে বাংলাদেশ সফরকারী প্রথম ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ নয়াদিল্লিতে জি২০ সম্মেলনে যোগদানের পর ভারত থেকে রবিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন।
আজ (সোমবার) দুপুর ২টায় ঢাকা ত্যাগের কথা রয়েছে ফরাসি নেতার।
ফ্রাঁসোয়া মিটাররান্ড ছিলেন শেষ ফরাসি প্রেসিডেন্ট যিনি ১৯৯০ সালের ২২-২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করেছিলেন।
বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে মোট বাণিজ্য ২১০ মিলিয়ন ইউরো থেকে বর্তমানে ৪ দমমিক ৯ বিলিয়ন ইউরোতে উন্নীত হয়েছে এবং ফ্রান্স রপ্তানির ক্ষেত্রে পঞ্চম দেশ।
ফরাসি কোম্পানিগুলো এখন ইঞ্জিনিয়ারিং, এনার্জি, এরোস্পেস ও ওয়াটার সেক্টরসহ বিভিন্ন খাতে সম্পৃক্ত।