তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ঢাকায় জামায়াতের বিক্ষোভ মিছিল
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দলের আমির ড. শফিকুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীদের মুক্তি ও সকল মামলা প্রত্যাহারের দাবিতে আজ সকালে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর রামপুরা এলাকায় এই বিক্ষোভ মিছিল বের করে ঢাকা মহানগর উত্তর জামায়াত।
মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর শাখার সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম।বিক্ষোভ মিছিলটি পূর্ব রামপুরা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে মালিবাগে আবুল হোটেলের সামনে এসে শেষ হয়।
মুহাম্মদ রেজাউল করিম বলেন, "গণগ্রেপ্তার ও মামলা জনগণের আন্দোলনকে থামাতে পারে না। সেলফি তুলেও সরকার বাঁচাতে পারবে না।"
তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে চরম সহিংসতা ও নির্যাতনের পথ বেছে নিয়েছে সরকার।
এ কারণেই তারা জামায়াতকে বিশেষভাবে টার্গেট করেছে বলে উল্লেখ করেন তিনি।