রক্ষণাবেক্ষণের কাজ শেষে আবার সচল এনআইডি সার্ভার
রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য গতকাল বন্ধ হয়ে যাওয়া জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার পরিষেবা আবার সচল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার সকালে সার্ভার চালুর কথা গণমাধ্যমকে জানিয়েছে ইসি।
সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়, এখন এনআইডি সেবা পাওয়া যাচ্ছে। আজ সকাল থেকে এটি সচল হয়েছে।
গতকাল মঙ্গলবার রক্ষণাবেক্ষণের জন্য এনআইডি সার্ভারের পরিষেবা বন্ধ করা হয়। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, "সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজ চলমান রয়েছে। ফলে এনআইডি সংক্রান্ত সকল সেবা আগামী ২০ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে।"
এর আগে রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য আগস্ট মাসেও ইসির এনআইডি সার্ভার ডাউন ছিল।