চবিতে সাংবাদিককে ছাত্রলীগের মারধর, সংবাদ প্রকাশ না করার হুমকি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক সাংবাদিককে মারধর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংঘর্ষের খবর প্রকাশ করায় রবিবার (২৪ সেপ্টেম্বর) তাকে মারধর করা হয়।
মোশাররফ শাহ নামে এই সাংবাদিক দৈনিক প্রথম আলোর চবি প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
রবিবার বেলা ১১টার দিকে কলা অনুষদের ঝুপড়ির সামনে এ ঘটনা ঘটে। মোশররফ শাহ জানান, মারধরের ঘটনায় জড়িতরা সবাই চয়েজ ফ্রেন্ড উইথ কেয়ার-সিএফসি নামে ছাত্রলীগের একটি উপপক্ষের অনুসারী। চবি ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল এই গ্রুপ নিয়ন্ত্রণ করেন। ঘটনার পর মোশাররফ শাহ চবি মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা নেন, পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
মোশাররফ টিবিএসকে বলেন, ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় সংবাদ সংগ্রহ ও বক্তব্য নিতে আমি যখন কলা অনুষদ ঝুপড়ি থেকে ভিসি অফিসে যাচ্ছিলাম তখন ১৫-২০ জন ছাত্রলীগের অনুসারী আমার ওপর হামলা চালায়। তারা বারবার কপালে, মুখে ঘুষি মারতে থাকে। বুকে লাথি মারতে থাকে। লাঠি দিয়েও মারধর করে। কেন ছাত্রলীগের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করছি জানতে চায় এবং ভবিষ্যতে সংবাদ প্রকাশ না করার হুমকি দেয়।
চবি মেডিকেলের চিফ মেডিকেল অফিসার আবু তায়েব জানান, মোশাররফের কপালে চারটি সেলাই দেওয়া হয়েছে। তার বুকে ও হাতে আঘাতের চিহ্ন আছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল জানান, তিনি ফেনীতে আছেন এবং বিষয়টি দেখছেন।