৩৬ দিনের মধ্যে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়ুন, বিএনপিকে কাদের
বিএনপিকে আগামী ৩৬ দিনের মধ্যে অপরাজনীতি, নাশকতা, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়তে আল্টিমেটাম দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, 'তারা তাদের নেত্রীর চিকিৎসার আর মুক্তির জন্য ৩৬ ঘণ্টার আল্টিমেটাম দেয়—তারা তো ৩৬ মিনিটও খালেদা জিয়ার জন্য আন্দোলন করতে পারেনি। তাই ৩৬ দিনের আল্টিমেটাম দিলাম, সঠিক পথে আসুন। যদি তারা সঠিক পথে না আসে, তবে জনগণকে সাথে নিয়ে বিএনপির কালো হাত ভেঙে দেব।'
সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
বিরোধী দলকে শক্ত হাতে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করে কাদের বলেন, 'বিএনপি এখন যুক্তরাষ্ট্রের ভিসানীতির ওপর নির্ভর করছে, আর আওয়ামী লীগ নির্ভর করছে জনগণের শক্তির ওপর। আমরা কারও ভিসানীতির তোয়াক্কা করি না, কারও নিষেধাজ্ঞার তোয়াক্কা করি না। বাংলাদেশ রক্ত দিয়ে স্বাধীন করেছি কারও নিষেধাজ্ঞা মানার জন্য নয়।'
বিএনপি এখন নিজের শক্তিতে দাঁড়াতে পারে না, তাই তারা যুক্তরাষ্ট্রের ভিসানীতির ওপর ভর করেছে বলেও মন্তব্য করেন কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'আমার নির্বাচন আমি করব, কারও খবরদারিতে বাংলাদেশের গণতন্ত্র চলবে না, কারো খবরদারিতে বাংলাদেশের ভোট হবে না। ভোট হবে সংবিধানের নিয়মে।'
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলফি প্রসঙ্গে কাদের বলেন, 'প্রধানমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দিল্লিতে এক সেলফি আর নিউ ইয়র্কের আরেক সেলফি—এতেই বিএনপির ঘুম হারাম। দুই সেলফিতেই বাজিমাত।'
এর আগে দুপুর থেকে সমাবেশে আসতে শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপি-জামায়াতের সব নৈরাজ্য প্রতিহত করতে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।