ঢাকায় মৌলিক মানবাধিকার আদর্শমান-এর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
সুইজারল্যান্ডভিত্তিক সিএইচএস অ্যালায়েন্স এবং বাংলাদেশে কোস্ট ফাউন্ডেশন যৌথভাবে রাজধানীর লেকশোর হোটেলে কোর হিউম্যানিটেরিয়ান কোয়ালিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি স্ট্যান্ডার্ড (সিএইচএস) সংশোধন সংক্রান্ত একটি কর্মশালার আয়োজন করেছে।
বিশ্বজুড়ে মানবিক সহায়তায় আদর্শমান নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত অন্যতম একটি নির্দেশিকা হলো সিএইচএস। ২০১৪ সালের ডিসেম্বরে চালু হওয়ার পর থেকে শত শত সংস্থা তাদের মানবিক কর্মকাণ্ডের উন্নয়নে সিএইচএস ব্যবহার করেছে।
কর্মশালায় উন্নয়ন ও মানবিক সংগঠনের প্রতিনিধিরা সিএইচএস-এর মানকে শক্তিশালী করতে এবং এটি একটি পরিবর্তনশীল মানবিক পটভূমিতে যেন প্রাসঙ্গিক থাকে তা নিশ্চিত করতে সিএইচএসকে আধুনিকায়ন এবং প্রয়োগের মাধ্যমে আরও দায়বদ্ধ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
স্থানীয় সম্পদ এবং রিপোর্টিং সিস্টেম ব্যবহারে অগ্রাধিকার দেওয়া উচিত বলে 'সিএইচ রিভিশন ইন বাংলাদেশ' শীর্ষক ওই কর্মশালায় বক্তারা বলেন।
সাহায্য কমিয়ে দেওয়া একটি বৈশ্বিক চ্যালেঞ্জ এবং আমাদেরকে সিএইচএস-এর অঙ্গীকারগুলো প্রয়োগ করে ভবিষ্যত সংকটের জন্য আরও ভালভাবে প্রস্তুতি নিতে ও আরও সহনশীল হতে হবে বলেও তারা মত প্রকাশ করেন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান।
কোস্ট ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় এবং দুর্যোগ ফোরামের সদস্য সচিব গওহার নঈম ওয়ারা'র সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিএইচএস অ্যালায়েন্স-এর পলিসি অ্যান্ড আউটরিচ সিনিয়র ডিরেক্টর বোনাভেনচার জিবেটু সোকপন।
এতে আরও বক্তৃতা করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির কার্যালয়ের হিউম্যানিটারিয়ন অ্যাফেয়ার্স অ্যাডভাইজর এলাইডা ভালদেস, সিএইচএস অ্যালায়েন্স-এর ডিরেক্টর (পলিসি, ইমপ্যাক্ট অ্যান্ড অ্যাডভোকেসি) ট্রড স্ট্র্যানড।