৩৬ দিন আল্টিমেটামের সময় বিএনপিকে কোথাও দাঁড়াতে দেবে না আ. লীগ: কাদের
অপরাজনীতি, নাশকতা ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়তে বেঁধে দেয়া ৩৬ দিন আল্টিমেটামের সময় বিএনপিকে কোথাও দাঁড়াতে দেবে না বলে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একটি সমাবেশে বলেছেন, '৩৬ দিনের আল্টিমেটাম দিয়েছি বিএনপিকে। এই ৩৬ দিন বিএনপিকে কোথাও দাঁড়াতে দেব না। সব জায়গা দখলে থাকবে বঙ্গবন্ধুর সৈনিকদের, শেখ হাসিনার কর্মীদের।'
বিএনপিকে উদ্দেশ্য করে ক্ষমতাসীন দলের এ জেষ্ঠ নেতা বলেন 'আপনারা এখন তলে তলে যুক্তি করছেন ঢাকা দখল করবেন। আমরা অপেক্ষা করছি, ঢাকা দখল কে করে, কেমনে করে, দেখাইয়া দেব- হাসিনা ম্যাজিক। একটু অপেক্ষা করেন। হাসিনার ম্যাজিক - উন্নয়নের ম্যাজিক, হাসিনার ম্যাজিক - মুক্তিযুদ্ধের ম্যাজিক, হাসিনার ম্যাজিক - আমাদের জাতীয় পতাকার ম্যাজিক, হাসিনার ম্যাজিক - আজকের বাংলাদেশের স্বাধীনতার ম্যাজিক। হাসিনা ম্যাজিকেরই জয় হবে।'
আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীতে গাজীপুর মহানগর আওয়ামী লীগ আয়োজিত 'বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি এবং অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন সমাবেশ'- এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
কাদের বলেন, 'বিএনপি বলছে, অক্টোবর মাসে শেখ হাসিনার নাকি মেয়াদ শেষ। আমাদের নাকি মেয়াদ শেষ! অক্টোবরে নাকি সব শেষ। বিএনপির কি হবে অক্টোবরে? ১৫টি অক্টোবর দেখলাম। এবারও দেখব। আগামী বছরেরও অক্টোবর আসবে। শেখ হাসিনাই ক্ষমতায় থাকবে ইনশাল্লাহ।'
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'ঘরের মধ্যে ঘর। কি আশায় বাধিয়াছি এই খেলা ঘর, বেদনার বালুচরে। বেদনার বালুচরে নানান মতের জগাখিচুরি ঐক্য দিয়ে শেখ হাসিনার সরকার হঠানো যাবে না।'
তিনি বলেন, 'মির্জা ফখরুল কাঁদতে কাাঁদতে চোখের পানি ফেলে, ইদানীং মিটিংয়ে দাঁড়িয়েই কাঁদে। হাইরে কান্নারে…কান্না। এতো কান্না কোথায় ছিল। খালেদার জন্য ৪৮ মিনিট একটি আন্দোলন করতে পারে নাই ফখরুল। এবার সেটার জন্য পদত্যাগ করুক। খালেদা জিয়ার সামনে বড় কথা বলার অধিকার নেই তোমার, সেটা আছে আমাদের। আমাদের নেত্রী দয়া করে মাহানুভবতা দেখিয়ে তাকে ঘরে বসে চিকিৎসার সুযোগ করে দিয়েছেন।'
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'খেলা হবে। ডিসেম্বরে ফাইনাল। জানুয়ারির প্রথম সপ্তাহে ফাইনাল। শেখ হাসিনা ডাক দিয়েছেন, অক্টোবর মাসে জাতীয় পতাকা হতে মাঠে থাকতে। ৩৬ দিনের আল্টিমেটাম দিয়েছি বিএনপিকে। এই ৩৬ দিন বিএনপিকে দাঁড়াতে দেব না।'
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাভোকেট আজমত উল্লাহ খানের সভাপতিত্বে শান্তি সমাবেশে আরো বক্তব্য রাখেন– আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সিমিন হোসেন রিমি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগাঠনিক সম্পাদক মির্জা আজম প্রমূখ।
এদিকে একইসময় রাজধানীর মিরপুর-১০ নম্বরের ফলপট্টিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'বিএনপি বিশৃঙ্খলা করলে উচিত শিক্ষা দেয়া হবে। 'ওরা আমাদের ঘেরাও করার কথা বললে, বিশৃঙ্খলা সৃষ্টি করলে জবাব দেয়া হবে। আমরাও বিএনপিকে ঘেরাও দিয়ে শিক্ষা দেব।'
বিএনপি শুধু ফাঁপা আওয়াজ করে বলে উল্লেখ করে তিনি বলেন, 'বিএনপির আওয়াজ- খালি কলসি বেশি বাজার মতো।'
এ সময় ভিসা নীতি বিষয়ে তিনি বলেন, 'যারা নির্বাচন বানচাল করবে তাদের জন্য ভিসা নীতি। আ. লীগ ভিসা নীতি নিয়ে মাথা ঘামায় না। ভিসা নীতি বিচ্ছিন্ন বিষয়, আমেরিকার সঙ্গে সরকারের সম্পর্ক ঘনিষ্ঠ।'
বিএনপির ষড়যন্ত্র সফল হবে না জানিয়ে হাছান মাহমুদ আরও বলেন, ২০১৮ সালেও তারা বলেছে সরকারকে টেনে নামিয়ে ফেলবে। আওয়ামী লীগ ষড়যন্ত্র পরোয়া করে না। ষড়যন্ত্র ছিন্ন করে আবারও নির্বাচনে জয়ী হবে।