অবৈধ বলে, তাহলে এই সরকারের কাছেই কেন খালেদার মুক্তির আবেদন করে বিএনপি: কাদের
আওয়ামী লীগ সরকারকে অবৈধ বলে বিএনপি, তারপরও কেন এই সরকারের কাছেই খালেদা জিয়ার মুক্তির জন্য আবেদন করা হচ্ছে—দলটির কাছে এই প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এই সরকারকে আপনারা অবৈধ বলেন, কিন্তু খালেদার মুক্তির জন্য কেন এই সরকারের কাছে আবেদন করেন?
শনিবার (৩০ সেপ্টেম্বর) বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত কৃষক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'বিএনপি কী বলে? কোনো সমাবেশ করতে আর অনুমতি নেবে না। অবৈধ সরকারের কাছ থেকে অনুমতি নেবে না। তাহলে অবৈধ সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তির আবেদন কেন করেন? এই সরকার যদি অবৈধ হয়, এখানে কেন আবেদন?'
সভা-সমাবেশ করার জন্য সরকারের অনুমতি নিতে হবে উল্লেখ করে কাদের বলেন, 'এই সরকারকে অবৈধ বলেন, কিন্তু মিটিং করতে হলে সরকারের অনুমতি নিতে হবে। অনুমতি না নিলে খবর আছে বলে দিচ্ছি। অনুমতি না নিলে পালাবার পথ পাবেন না। পালিয়ে যেতে হবে।'
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দেওয়ার বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, 'আজকের এই সমাবেশ থেকে বিএনপিকে বলতে চাই, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম কই? ভুয়া, ভুয়া—আল্টিমেটাম ভুয়া। এক দফা ভুয়া। বিএনপি হচ্ছে ভুয়া। ৩২ দল ভুয়া। আন্দোলন ভুয়া। ক্ষমতা দখল ভুয়া। ভুয়া দল।'
তিনি আরও বলেন, 'বিএনপি কী বলে? আওয়ামী লীগকে কবরস্থানে, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাবে। সেই দিন আর বেশি দূরে নয়, বিএনপির রাজনীতি কবরস্থানে যাবে। কবরস্থানে যাওয়ার সময় এসেছে।'
নির্বাচনের জন্য প্রস্তুত নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে কাদের বলেন, 'প্রস্তুত হয়ে যান। খেলা হবে। সামনের নভেম্বর খেলা হবে। জোরদার খেলা হবে। তারপরে ডিসেম্বর। তারপরে জানুয়ারি—ফাইনাল খেলা, খেলা হবে।
তিনি আরও বলেন, 'আমাদের আজকের বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া ক্ষমতার মঞ্চে গণতন্ত্র নিরাপদ নয়। আপনাদের নিরাপত্তা নিরাপদ নয়। অপনাদের ভাত-কাপড়েরর ব্যবস্থা নিরাপদ নয়। শেখ হাসিনা আছেন, বাংলাদেশ অনেক শান্তিতে আছে।'