খালেদাকে জেলে ফিরে বিদেশে চিকিৎসার আবেদন করতে হবে: আইন মন্ত্রণালয়
বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে গিয়ে তারপর আদালতে আবেদন করতে হবে বলে আইন মন্ত্রণালয় সূত্র বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছে।
এর আগে আজ দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানিয়েছিলেন, খালেদা জিয়ার চিকিৎসার আবেদন প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, এখন সেটি আইন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের পর্যালোচনাধীন রয়েছে।
রোববার (১ অক্টোবর) রাজধানীর জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, 'তিন দিনের ছুটির পর আজ অফিস খুলেছে। আমি যতদূর জানি খালেদা জিয়ার চিকিৎসার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসার পর ফাইলটি আইন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের কাছে আছে। আমি অফিসে গিয়ে ফাইলটি দেখে আজকের মধ্যে আমার মতামত দেব। তবে আইনি কাঠামো থেকে বিচ্যুতির কোনো সুযোগ নেই।'
এর আগে গত ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার অনুমতি দিতে অনুরোধ করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মতামতের জন্য আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে প্রথমে তাকে জেলে যেতে হবে, তারপর আদালতে আবেদন করতে হবে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) ওয়াশিংটন ডিসিতে প্রচারিত ভয়েস অভ আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে যাওয়ার জন্য বিএনপি প্রধানকে কারাগারে ফিরে গিয়ে অনুমতির জন্য আদালতে আবেদন করতে হবে।
আইনমন্ত্রী আনিসুল হকও প্রধানমন্ত্রীর বক্তব্যকে সমর্থন দিয়ে বলেন, 'প্রধানমন্ত্রী যেটা বলেছেন, সেটা হলো আইনের অবস্থান। আমি মনে করি সেটা সঠিক।'
তিনি বলেন, 'দেশের সব কাজই আইনের মাধ্যমে করতে হয়। আইনের ঊর্ধ্বে গিয়ে করলে খারাপ দৃষ্টান্ত সৃষ্টি হয়। নির্বাহী আদেশে বিদেশ গেলেও আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সেই নির্বাহী আদেশ দিতে হবে। আইনের বাইরে কোনো নির্বাহী আদেশ হতে পারে না।'