নয় মাসে রাজনৈতিক সহিংসতায় ৬০ জন নিহত, ৬,৭৪৩ জন আহত হয়েছেন: প্রতিবেদন
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে রাজনৈতিক সহিংসতার মোট ৬৮৯টি ঘটনায় অন্তত ৬০ জন নিহত ও ৬ হাজার ৭৪৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সময়ে বিএনপি ও জামায়াতের ৪ হাজার ৩১ নেতাকর্মীসহ প্রায় ৪ হাজার ২১৪ জন রাজনৈতিক গ্রেপ্তারের শিকার হয়েছেন।
বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও এইচআরএসএসের তদন্ত ইউনিট এবং স্থানীয় প্রতিনিধিদের তথ্যের ভিত্তিতে ২০২৩ সালের নয় মাসব্যাপী মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এই ৯ মাসে ২২৩টি মামলায় ৭ হাজার ৬৪৮ জন বিরোধী নেতাকর্মীর নাম ধরে এবং ৪৫ হাজার ৮৪৪ জনকে অজ্ঞাতনামা করে আসামি করা হয়েছে।
এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি দলের নেতাকর্মীদের দ্বারা বিরোধী দলের ১৯৯টি সভা-সমাবেশে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে।
এইচআরএসএসের ২০২৩ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সংগ্রহ করা তথ্য অনুসারে, প্রায় ১৪০টি ঘটনায় একজন সাংবাদিক নিহত, ১২১ জন আহত, ১৪ জন হুমকি পেয়েছেন, পাঁচজন গ্রেপ্তার এবং ৭৭ জন লাঞ্ছিত হয়েছেন।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিম নিহত হয়েছেন।
এই নয় মাসে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-তে ৫৫ জনকে গ্রেপ্তার, ১৪৪ জনকে আসামি এবং ৫৩টি মামলা করা হয়েছে।