৪ বছরে ঢাকায় মশার ঘনত্ব তিনগুণ বেড়েছে: স্বাস্থ্য অধিদপ্তরের জরিপ
স্বাস্থ্য অধিদপ্তরের বর্ষা মৌসুমের জরিপ বলছে, গত চার বছরের মধ্যে চলতি বছর ঢাকার দুই সিটি করপোরেশনে এডিস মশার ঘনত্ব প্রায় তিনগুণ বেড়েছে।
চলতি বছরের ১০ মাসে ডেঙ্গু আক্রান্ত ও মৃতের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, তাপমাত্রা না কমলে ডেঙ্গু সংক্রমণ কমবে না। এজন্য নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে এডিস জরিপ প্রকাশ করা হয়। এতে বলা হয়, ২০২০ সালে বর্ষা মৌসুমের জরিপের সময় উত্তর সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ডে ব্রুটো ইনডেক্স (বিআই) ছিল ২০-এর উপরে, যেখানে ২০২৩ সালে ৩০টি ওয়ার্ডে ২০-এর উপরে এসেছে এই মান। একইভাবে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৭টি ওয়ার্ডে ২০২০ সালে বিআই-এর মান ২০-এর বেশি ছিল। অথচ ২০২৩ সালে ৫৩টি ওয়ার্ডে এসেছে ২০-এর বেশি।
এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের সূচক 'ব্রুটো ইনডেক্স' নামে পরিচিত। এর অর্থ হলো, এসব এলাকার ১০০টির মধ্যে ২০টির বেশি পাত্রে মশা বা লার্ভা পাওয়া গেছে এবং এ এলাকাগুলো ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রয়েছে।
গত ২৫ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে পরিচালিত এ জরিপে ঢাকা উত্তরের ২৩.৫২% বাড়িতে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৮.৯০% বাড়িতে এডিস লার্ভার উপস্থিতি রেকর্ড করা হয়েছে।
জরিপের ফলাফলে বলা হয়, দক্ষিণ সিটির মগবাজার ও নিউ ইস্কাটন এলাকায় ব্রুটো ইনডেক্স সর্বোচ্চ ৭৩.৩৩ এবং উত্তরের তেজগাঁও শিল্প এলাকা ও পল্লবীতে সর্বোচ্চ ৬০ ব্রুটো ইনডেক্স।
জরিপটি ঢাকা দক্ষিণের ১,৮১৫টি খানায় (হাউজহোল্ড) এবং ঢাকা উত্তরের ১,৩৩৫টি খানায় করা হয়।
এডিস জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির বলেন, "বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডেঙ্গু প্রতিরোধে কিউডেঙ্গা ভ্যাকসিন প্রয়োগের রিকমেন্ড করেছে। এই ভ্যাকসিনের বিষয়ে আমরা জাতীয় টিকা সংক্রান্ত কারিগরি উপদেষ্টা কমিটির (নাইট্যাগ) পরামর্শ চেয়েছি। আমরা ডেঙ্গুর ভ্যাকসিনের বিষয়ে তাদের পরামর্শ বা সুপারিশ ছাড়া কোনো সিদ্ধান্ত দিতে পারব না। নাইট্যাগ বলেছে, তারা দ্রুত একটা মিটিং করে সিদ্ধান্ত জানাবে। তারা যদি পরামর্শ দেয়, তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত নেব।"
ডেঙ্গু সংক্রমণ কবে কমবে- এমন প্রশ্নের জবাবে আহমেদুল কবির বলেন, "তাপমাত্রা না কমলে হয়তো ডেঙ্গু সংক্রমণটা কমবে না। ডেঙ্গুটা এখন তাপমাত্রার ওপর নির্ভরশীল। বৃষ্টি না থামলে কমার সম্ভাবনা দেখছি না। ডেঙ্গু সংক্রমণ প্রকৃতির ওপর নির্ভরশীল না হলেও এডিস মশার বংশবৃদ্ধিটা ঠিকই প্রকৃতির ওপর নির্ভর করছে।"
অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার বলেন, "গত চার বছরের তুলনায় এডিস মশার ঘনত্ব বেড়েছে। মশা নিধনে শুধু সিটি করপোরেশন নয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সব অঙ্গপ্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। মশা নিধনে একটি জাতীয় গাইডলাইন করা দরকার।"