ঢাকার ১৫ শতাংশ বাড়িতে পাওয়া গেছে এডিস মশার লার্ভা
সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, রাজধানীর প্রায় ১৫ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। ঢাকা উত্তরের ১৪.৩০ শতাংশ এবং ঢাকা দক্ষিণের ১৪.৯৮ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।
১৭ থেকে ২৬ এপ্রিলের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) যৌথভাবে এই জরিপটি পরিচালনা করে।
উভয় সিটি কর্পোরেশন জুড়ে মোট ৩ হাজার ১শ ৫২টি টি বাড়ি পরিদর্শন করা হয়েছে বলে ডিজিএইচএসের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা: শেখ দাউদ আদনান আজ (২৮ মে) এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন।
দুই সিটি করপোরেশনের ১৮টি ওয়ার্ড ডেঙ্গু সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে জানা গেছে।
জরিপের সময় জলাবদ্ধ কক্ষ বা ভবনের মেঝে, প্লাস্টিকের ড্রাম এবং বিভিন্ন ধরনের পরিত্যক্ত প্লাস্টিকের পাত্র সহ বিভিন্ন স্থানে এডিসের লার্ভা পাওয়া গেছে।
ঢাকা দক্ষিণে পরিত্যক্ত পাত্র ও ড্রাম থেকে ১৬.৩৯ শতাংশ এডিস মশার লার্ভা পাওয়া গেছে যেখানে ঢাকা উত্তরে পাওয়া গেছে ১৪.৩০ শতাংশ লার্ভা।