ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে বাইতুল মুকাররামে বিক্ষোভ
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে জাতীয় মসজিদ বাইতুল মুকাররামে থেকে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন ইসলামিক দল সহ মুসল্লিরা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফাত মজলিস, ইসলামী ঐক্যজোট, জামায়াতে উলামায়ে ইসলাম সহ অন্যান্য সমমনা ইসলামী দল জুমার নামাজের পর এ বিক্ষোভ মিছিল বের করে।
শুক্রবার (১৩ অক্টোবর) জুমার নামাজের পর এ মিছিল শুরু হয় যা পল্টন, নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল প্রভৃতি এলাকায় ছড়িয়ে পড়ে।
এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয় এবং ইসরায়েলের পতাকা পোড়ানো হয়।
ইসলামী ঐক্যজোটের একটি অংশের চেয়ারম্যান মিসবাউর রহমান চৌধুরী বলেন, "বর্তমানে নেতানিয়াহু হিটলারের ভূমিকা পালন করছেন। তাছাড়া ব্রিটেন, ফ্রান্স এবং পশ্চিমারা ইসরায়েলের পক্ষ নিয়েছে। তারা ফিলিস্তিনি বেসামরিক নারী ও শিশুদের হত্যা করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। ইসরায়েলের বিরুদ্ধে আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে এই প্রতিবাদ, সংগ্রাম চালিয়ে যাব।"
দলগুলো বাংলাদেশ সরকারকে জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহবান জানায়। তারা ইসরায়েলি পণ্য বয়কট এবং ইসরায়েলের পক্ষ নেয়া দেশগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করার প্রস্তাব দিয়েছে।