ভৈরবের দুর্ঘটনায় ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে পাঁচ ট্রেনের শিডিউল বিপর্যয়
ঢাকা থেকে ভৈরব হয়ে বিভিন্ন গন্তব্যের পাঁচটি ট্রেন চরম শিডিউল বিপর্যয়ে পড়েছে। এগারো সিন্ধুর গোধুলী, উপবন, সুরমা মেইল, মহানগর এক্সপ্রেস এই চারটি ট্রেন কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় আছে। নোয়াখালীর উদ্দেশে ৭:১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও নোয়াখালী এক্সপ্রেস ছেড়েছে ৯:১০ মিনিটে। সিলেটের উদ্দেশে ৮:৩০ মিনিটে উপবন এক্সপ্রেস ও ৯টায় সুরমা মেইল ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখনও ছেড়ে যায়নি। চট্টগ্রামের উদ্দেশে নির্ধারিত সময় ৯:২০ মিনিটে মহানগর এক্সপ্রেস ছেড়ে যায়নি।
এ প্রসঙ্গে কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, দুর্ঘটনার কারণে লাইন বন্ধ থাকায় ভৈরব হয়ে চলাচল করা ট্রেনগুলো বিলম্ব হচ্ছে। তবে ঢাকা বাউন্ড লাইনটি চালু হওয়ায় দুই দিকেই ট্রেন পরিচালনা করা হচ্ছে। শিডিউলে বিপর্যয় আস্তে আস্তে কেটে আসবে বলে মন্তব্য করেন তিনি।
রেলওয়ে স্টেশন সূত্র জানায়, নোয়াখালীর উদ্দেশে ৭:১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি অবশেষে ৯:১০ মিনিটে ছেড়েছে। অন্যদিকে কিশোরগঞ্জের উদ্দেশে ৬:১৫ মিনিটে একটি ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি কখন কমলাপুর ছাড়বে তা বলতে পারছে না কর্তৃপক্ষ। স্টেশন ম্যানেজার জানান, কোনো ট্রেনের যাত্রাই বাতিল করা হচ্ছে না। বিলম্ব হলেও সবগুলো ট্রেন চালানো হবে। পূর্বাঞ্চলের রেল লাইনে আগামীকালও শিডিউলে কিছুটা সমস্যা থাকবে বলে তিনি মন্তব্য করেন।