ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে খুলনায় বিএনপির ৮ জনকে গ্রেপ্তারের অভিযোগ
আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এই সমাবেশকে কেন্দ্র করে খুলনায় বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
বিএনপির অভিযোগ মিথ্যা দাবি করে খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, "সমাবেশকে কেন্দ্র করে কোনো গ্রেপ্তার চালানো হচ্ছে না। যদি কেউ গ্রেপ্তার হয়ে থাকে, তবে অন্যকোনো মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হতে পারে। কোনো বিশেষ অভিযান চলছে না।"
এদিকে, বুধবার (২৫ অকোবর) সকালে খুলনা বিএনপি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ আনে।
খুলনা বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব মিজানুর রহমান মিল্টন বলেন, "মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে বিভিন্ন জয়গায় অভিযান চালিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। মূলত রাজধানীতে অনুষ্ঠিতব্য মহাসমাবেশে যেতে বিএনপির মধ্যে ভীতি সৃষ্টি করার জন্যই এ গ্রেপ্তার চালানো হচ্ছে।"