মহাসমাবেশের অনুমতির পর রাতেই স্লোগানে স্লোগানে উত্তাল নয়াপল্টন
আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে মহাসমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। অনুমতির খবরের পর থেকেই স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে নয়াপল্টন।
শুক্রবার রাতে সেখানে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। স্লোগানের মাধ্যমে তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করছেন।
বর্তমান সরকারের পদত্যাগসহ একদফা দাবিতে এ মহাসমাবেশে করবে বিএনপি। শনিবার ২টায় মহাসমাবেশ শুরুর কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, 'অনুমতি পাওয়ায় রাতেই আমাদের সকল মঞ্চ ও মাইক লাগানোর কাজ সম্পূর্ণ হবে।'
সমাবেশ উপলক্ষ্যে নয়াপল্টনসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে।