পরিস্থিতি ভালো থাকলে ঢাকায় বাস চলাচল বন্ধ হবে না: মালিক সমিতি
২৮ অক্টোবর ঢাকায় প্রধান দুই রাজনৈতিক দলের সমাবেশে পরিস্থিতি অনুকূলে থাকলে যথারীতি বাস চলাচল করবে বলে শুক্রবার পরিবহন মালিকেরা জানিয়েছেন।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'বাস পরিষেবা বন্ধ বা সীমিত করার কোনো পরিকল্পনা নেই। পরিস্থিতি স্বাভাবিক থাকলে বাস চলাচল অব্যাহত থাকবে।'
তবে ময়মনসিংহসহ কয়েকটি জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল করছে না এমন অভিযোগের পাশাপাশি শুক্রবার ঢাকায় গণপরিবহন চলাচল হ্রাস পেয়েছে।
এনায়েত উল্লাহ বলেন, 'মালিকের সিদ্ধান্তের কারণে নয়, সম্ভাব্য ভাঙচুর ও অগ্নিসংযোগের আশঙ্কার কারণে চালকেরা সড়কে গাড়ি কম বের করেছেন।'
সহিংসতার আশঙ্কা থাকলে বাস চলবে কি না জানতে চাইলে তিনি বলেন, 'এতগুলো রাজনৈতিক দলের কর্মসূচি হচ্ছে — এ বিবেচনায় সহিংসতার আশঙ্কা থাকেই। তাছাড়া বিএনপি অতীতেও পরিবহনে জ্বালাও-পোড়াও, ভাঙচুর করেছে।'
'আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি খারাপ হলে তখন না চালানোর সিদ্ধান্ত হতে পারে,' তিনি আরও বলেন।
এর আগে ২৯ জুলাই বিএনপির মহাসমাবেশের দিন ঢাকায় গণপরিবহন চলাচল বন্ধ রাখেন বাস মালিকেরা। তখনও মালিক সমিতি থেকে জানানো হয়েছিল, নিরাপত্তার ভয়ে চালকেরা পরিবহন নিয়ে বের হননি।