নিরাপত্তা জোরদারে রাজধানীতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন
রাজধানীর নিরাপত্তার জোরদারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির জন্য রাত থেকে শহরজুড়ে ১১ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম বলেন, প্লাটুনগুলো ইতিমধ্যে নয়াপল্টন, মতিঝিল ও রমনা এলাকায় টহল দিতে শুরু করেছে।
কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে এবং সচিবালয়ের সামনে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এর আগে আজ (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও হতাহতের ঘটনার পর আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশব্যাপী হরতাল ডেকেছে দলটি।
পরে জামায়াতও আলাদা করে আগামীকাল হরতাল ডেকেছে।
আজ সরকার পতনের এক দফা দাবিতে নয়াপল্টনে বিএনপি মহাসমাবেশের আয়োজন করে। সমাবেশ উপলক্ষে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী জমায়েত হন ওই এলাকায়। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় একজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।