সহিংসতা বাদ দিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট সকল দলকে সংযম, সহিংসতা পরিহার এবং একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ ৭টি দেশের কূটনৈতিক মিশন।
আজ সোমবার (৩০ অক্টোবর) ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, 'অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, কোরিয়া, নরওয়ে, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ঢাকায় ২৮ অক্টোবরের রাজনৈতিক সমাবেশের সময় সংঘটিত সহিংসতায় গভীরভাবে উদ্বিগ্ন।'
বেলা সাড়ে ১২টার দিকে প্রকাশিত ওই বিবৃতিতে ২৮ অক্টোবরের ঘটনায় নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, উক্ত দেশের সরকারসমূহ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশে তৈরি করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম, সহিংসতা পরিহার এবং একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছে।
এর আগে, রোববার (২৯ অক্টোবর) বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জোটটির সদস্য দেশগুলোর ঢাকা মিশন।
এদিন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ঢাকার রাজপথে প্রাণহানি এবং সহিংসতার ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর ঢাকাস্থ সদস্যবৃন্দ গভীরভাবে শোকাহত- অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য শান্তিপূর্ণ পথ বেছে নেওয়া উচিত বলে মনে করেন তারা।
এর আগের দিন শনিবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্র জানায়, সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য ঢাকায় শনিবারের রাজনৈতিক কর্মসূচির সময় সংঘটিত সব সহিংসতাপূর্ণ ঘটনা পর্যালোচনা করবে তারা।
বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে শনিবারের রাজনৈতিক সহিংসতার ঘটনাসমূহের নিন্দা জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
২৮ অক্টোবরের সমাবেশে বিএনপি, আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঢাকার বিভিন্ন স্থানে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় একজন পুলিশ কনস্টেবলসহ অন্তত দুইজন নিহত এবং বহুসংখ্যক লোক আহত হন।