বঙ্গবন্ধু টানেল: বিশৃঙ্খলা থামাতে শিগগিরই আসছে নির্দেশনা
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল চালুর ২৪ ঘণ্টার মধ্যে দুর্ঘটনার ঘটনা ঘটছে। টানেলের আনোয়ারা প্রান্তে টোল প্লাজা গাড়ির ধাক্কায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে টিকটকার গ্রুপ, গাড়ির শো নিয়ে কাজ করা ফেসবুক ভিত্তিক কিছু গ্রুপের সদস্যদের টানেলে বেপরোয়া গাড়ি চালানোর ভিডিও ভাইরাল হয়েছে।
টানেল কর্তৃপক্ষ তথ্যমতে, সোমবার (৩০ অক্টোবর) গভীর রাত ৩টার দিকে একটি গাড়ি আনোয়ারা প্রান্তে টোল প্লাজায় এসে ধাক্কা দেয়। এতে টোল প্লাজার র্যালিং কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ফিউশান এন্ড ফিউরিয়াস নামে ফেসবুক ভিত্তিক গ্রুপের ১০-১৫টি গাড়ি বেপরোয়া ভাবে টানেলে ভেতরে গাড়ি চালানো ভিডিও ভাইরাল হয়েছে। এসব ভিডিও ফুটেজ সেতু বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে।
বঙ্গবন্ধু টানেল প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক প্রকৌশলী আবুল কালাম আজাদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, কিছু টিকটকার বেপরোয়াভাবে গাড়ি চালিয়েছে বলে আমরা দেখেছি। টানেলের ভেতরে শুরুতে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে গাড়ি চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তা অনেকে মানছে না। বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়া টানেলের ভেতরে নিরাপত্তা কর্মী বাড়ানো হয়েছে। তারা বিষয়গুলো নিয়ে স্বজাগ থাকবেন।
তিনি আরো জানান, গত রাতের দুর্ঘটনায় কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিরূপণ করা হচ্ছে। এর ব্যয়ভার দুর্ঘটনা ঘটানো গাড়িটির কর্তৃপক্ষ থেকে আদায় করা হবে।
টানেলটির নিরাপত্তায় নৌ বাহিনীর ১০০ সদস্য, আনসারের ১২০ সদস্য এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ৮০ জন সদস্য সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন। এছাড়া পুলিশ সদস্যও রয়েছে।
গত শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের কর্ণফুলীর নদীর তলদেশে নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম সড়ক টানেলের উদ্বোধন করেন। এর নির্মাণব্যয় ১০ হাজার ৬৮৯ কোটি ৭১ লাখ ৩৩ হাজার টাকা। ধারণা করা হচ্ছে, বাংলাদেশ সরকার ও চীনা অর্থায়নে নির্মিত টানেলটি চট্টগ্রামের সঙ্গে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে।
রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত টানেল চালুর প্রথম ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৩২৯টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১২ লাখ ১৩ হাজার ৩০০ টাকা।