অবরোধ: বাস পোড়ানো, সহিংসতা-বিক্ষোভ, ঢাকা, চট্টগ্রাম, বগুড়ায় মোতায়েন বিজিবি
যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় অবিলম্বে সরকারের পদত্যাগসহ একদফা দাবিতে মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে বিএনপির ডাকে টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।
সারাদেশে বিভিন্ন স্থানে অবরোধের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
সকালে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে সাইনবোর্ড পর্যন্ত বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ আরো অনেকে।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচীকে বাঁধা দিতে সর্বাত্মক চেষ্টা করেছে আওয়ামী লীগ ও তার ফ্যাসিবাদী সরকারের অনুগত আইনশৃঙ্খলা বাহিনী। সরকারের নির্যাতন ও অনিয়মের বিরুদ্ধে যারাই প্রতিবাদ করেছেন, সমালোচনা করেছেন, তাদের বিরুদ্ধেই অত্যাচার ও মামলার খড়গ নেমে এসেছে।
এছাড়া জামায়াতে ইসলামীও পৃথক মিছিল করেছে রাজধানীতে। জামায়াত সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেয়। এছাড়া সদরঘাট এবং উত্তরা ও মহাখালী রেলপথ অবরোধ করে রেখেছে দলটি।
এই অবরোধের সমর্থনে সকালে ঢাকার টিটিপাড়া থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আউয়ালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে ছাত্রদল।
এছাড়া ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক পাভেল সিকদারের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল করেছে।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক রহিম ভূঁইয়া, সোহরাওয়ার্দী কলেজের যুগ্ম আহ্বায়ক রুবেল, আইএইচটি সাবেক সদস্য সচিব রাফসান, ওয়ারী থানার আহ্বায়ক হৃদয়, সূত্রাপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিমু, মহানগর ছাত্রনেতা মিরাজ, আমান, ডাঃ মুশফিক-সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ডাঃ আউয়াল বলেন, 'আপামর জনসাধারণের সমর্থনে সফল অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের বিজয় সুনিশ্চিত।'
বিএনপি কার্যালয়ে তালা
তিন দিনের অবরোধের প্রথম দিনে আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করে রেখেছে পুলিশ।
কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে। ফটকের সামনের রাস্তায় পুলিশের সশস্ত্র অবস্থান দেখা গেছে। তবে কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের কাউকে দেখা যায়নি।
তবে পুলিশের ক্রাইম সিন ব্যারিকেডটি তুলে নেয়া হয়েছে।
চট্টগ্রামে রাতে তিন বাসে আগুন
সোমবার (৩০ অক্টোবর) রাত থেকে চট্টগ্রাম নগরীতে তিনটি বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। সর্বশেষ মঙ্গলবার ভোর ছয়টার দিকে নগীরর ইপিজেড থানার সল্টগুলা ক্রসিং এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অবরোধের আগের রাতে চট্টগ্রাম নগরীতে আরো দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরমধ্যে রাত সোয়া ৩টার দিকে বায়েজিদ বোস্তামী থানার ট্যানারি বটতলে একটি সিটি বাস এবং রাত পৌনে ১০টার দিকে গরীবুল্লাহ শাহ মাজার এলাকায় একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট থানা পুলিশ।
কুমিল্লায় বিএনপি ও জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষ
কুমিল্লায় পুলিশের সঙ্গে জামায়াত ও বিএনপি সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার ঝাগরজুলি এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করলে তাতে বাধা দেয় পুলিশ, যার পরিপ্রেক্ষিতে সংঘাতের ঘটনা ঘটে।
সিলেটে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার চেষ্টা
মঙ্গলবার সিলেটে যাত্রীবাহী বাসে ভাঙচুর ও আগুন দেওয়ার চেষ্টা করেছে পিকেটাররা। সিলেটের দক্ষিণ সুরমার গালিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
তবে বাসের যাত্রীরা গাড়ির টায়ারে লাগা আগুন নিভিয়ে ফেলেন। ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বগুড়ায় ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ
বগুড়ার প্রবেশপথ মাটিডালি ও বনানীতে ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছে বিএনপি, জামায়াত ও সমমনা দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে হাতে লাঠিসোঁটা নিয়ে অবস্থান ও বিক্ষোভ করছেন তারা।
ভৈরবে ককটেল বিস্ফোরণে আহত ১০
কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ভৈরব উপজেলা সদরের দুর্জয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
বরিশালে মহানগর জামায়াতের আমির গ্রেপ্তার
বরিশাল মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। এছাড়া জামায়াতে ইসলামী মহানগরের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরসহ দুজনকে পুরানো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।