শ্যামলী স্কয়ারের সামনে বাসে আগুন
ডিএমপির ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (এসি) ইমরুল জানান, সবার সহযোগিতায় দ্রুত আগুন নেভানো হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রাজধানীর শ্যামলী স্কয়ারের সামনে ওয়েলকাম পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। বিএনপির তিন দিনের অবরোধের দ্বিতীয় দিন আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুস্কৃতিকারীরা যাত্রীবেশে বাসে উঠে আগুন লাগিয়ে নেমে যায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (এসি) ইমরুল জানান, সবার সহযোগিতায় দ্রুত আগুন নেভানো হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।