রোববার থেকে ২ দিনের অবরোধ ঘোষণা বিএনপি-জামায়াতের
চলমান অবরোধ আজ শেষ হওয়ার পর আগামী রোববার ও সোমবার দুইদিন অবরোধের ডাক দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার অবরোধ কার্যকর থাকবে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত — আজ (২ অক্টোবর) এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।
গত তিনদিন অবরোধপালন করতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য শুক্রবার জুমার পর দোয়া-মাহফিল কর্মসূচিও ঘোষণা করেছে দলটি।
'বাংলাদেশে গ্রেপ্তারের একটি ভয়ানক প্রবণতা শুরু হয়েছে। পুলিশ যখন যাকে গ্রেপ্তার করতে চায়, তাকে খুঁজে বের করতে অক্ষম, তখন তারা তাদের পরিবারের কাউকে — যেমন ভাই, বাবা, ছেলে বা অন্য কোনো নিকটাত্মীয়কে — আটক করার পথ অবলম্বন করেছে,' বলেন রিজভী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপি নেতা বলেন, 'এটা স্পষ্ট হয়ে যায় যে তিনি [হাসিনা] দেশের সম্পদের ওপর নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেন এবং তিনি জনগণ ও মানবতার কল্যাণের কথা বিবেচনা না করে তার শাসনকে টিকিয়ে রাখার দিকে বেশি মনোযোগী।'
সংলাপের জন্য নির্বাচন কমিশনের চিঠির বিষয়ে রিজভী বলেন, 'আমাদের নেতাদের কারাবন্দি করে গৃহহীন করে দিলে সংলাপের উদ্দেশ্য কী? আমাদের দলীয় কার্যালয় গত পাঁচদিন ধরে ফাঁকা রয়েছে, কোনো কর্মী সেখানে প্রবেশ করতে পারছেন না। দলের সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।'
তিনি আরও অভিযোগ করেন, গ্রেপ্তারের পর বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হয়।
রিজভী বলেন, 'আজ্ঞাবহ নির্বাচন কমিশন যে এজেন্ডা অনুসরণ করবে তা আমরা ভালোভাবে জানি। তারা সরকারের দেওয়া তালিকার ভিত্তিতে বিজয়ী ঘোষণা করবে। এটাই যে তাদের বেছে নেওয়া কর্মপন্থা তা স্পষ্ট।'
মঙ্গলবার (৩১ অক্টোবর) শুরু হওয়া বিএনপির তিনদিনের অবরোধে সশস্ত্র বাহিনীর সদস্য ও ক্ষমতাসীন দলের সদস্যদের সঙ্গে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।
রোববার, সোমবার অবরোধ ঘোষণা জামায়াতের
তত্ত্বাবধায়ক সরকার গঠন ও দলীয় নেতাদের মুক্তির দাবিতে রোববার থেকে দুই দিনের অবরোধ ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
গত তিনদিনে রাজনৈতিক আন্দোলনে যারা মারা গেছেন, তাদের মাগফিরাত কামনায় দোয়া-মাহফিলও করবে দলটি।
বিএনপির সঙ্গে একযোগে জামায়াতও তিন দিনের অবরোধ ঘোষণা করেছিল, যা আজ শেষ হয়েছে।