গত ৩৮ ঘণ্টায় দেশব্যাপী ২১টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে: ফায়ার সার্ভিস
গত ৩৮ ঘণ্টায় দেশব্যাপী ২১টি অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। রোববার ভোররাত ৪টা থেকে সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে এসব ঘটনা ঘটেছে।
এসময়ে ১৫টি বাস, দুটি ট্রাক, একটি প্রাইভেটকার, একটি সিএনজি এবং একটি লেগুনা আগুনে পুড়ে যায় বলে ফায়ার সার্ভিসের এক বিবৃতিতে জানানো হয়েছে।
এরমধ্যে ১২টি আগুনের ঘটনা ঘটেছে ঢাকা শহরে। রাজধানী বাদে ঢাকা বিভাগে ঘটেছে চারটি (গাজীপুর ও নারায়ণগঞ্জে), এ ছাড়া চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়িতে) চারটি এবং রাজশাহী বিভাগে (বগুড়ায়) একটি অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।
দমকলের মোট ৪১টি ইউনিট আগুনগুলো নেভানোর কাজে নিয়োজিত ছিল।
ঘটনাগুলোর পরিসংখ্যান বিশ্লেষণ করা দেখা গেছে, দিনের বেলা থেকে রাতে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটেছে। মোট ২১টি আগুনের মধ্যে সন্ধ্যা টা থেকে সকাল ৬টা পর্যন্ত ১৬টি আগুনের ঘটনা ঘটে এবং বাকি ৫টি দিনের অন্যান্য সময় সংঘটিত হয়েছে।
গত ২৮ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক মোট ১১০টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এরমধ্যে ২৮ অক্টোবর ২৯টি; ২৯ অক্টোবর ১৯টি; ৩০ অক্টোবর একটি; ৩১ অক্টোবর ১১টি; ১ নভেম্বর ১৪টি; ২ নভেম্বর ৭টি; ৪ নভেম্বর ৬টি; ৫ নভেম্বর ১৩টি এবং ৬ নভেম্বর ১০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।