আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সারাদেশে র্যাবের ৪৬০ টহল দল মোতায়েন
বিএনপি ও সমমনা দলগুলোর তৃতীয় দফায় ৪৮ ঘণ্টা অবরোধের শুরুতে রাজধানী ঢাকাসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের ৪৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, এরমধ্যে রাজধানীতে মোতায়েন করা হয়েছে র্যাব ফোর্সেসের ১৬০টি টহল দল।
এছাড়া, পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও এর আশপাশের জেলায় ৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
একইসঙ্গে, সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে বলে জানা গেছে।