পুলিশে আরও পদোন্নতি: এএসপি হলেন ৪৬ জন
পুলিশ বাহিনীতে পদোন্নতি প্রদানে সরকারের সাম্প্রতিক পদক্ষেপের ধারাবাহিকতায়– বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৬ জনকে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
পদোন্নতির আগে তাঁরা ছিলেন সহকারী পুলিশ সুপার।
আজ রোববার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।
কোন জেলায় বা পুলিশের কোন ইউনিটে পুলিশ সুপারিনটেনডেন্টের (এসপি) পরেই অতিরিক্ত পুলিশ সুপারের পদ।
এর আগে গত ৩১ মে ৪৩ জন এসপিকে অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়।
এরপর সেপ্টেম্বরে বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোতে আরও ৫২টি সুপারনিউমারারি পদ সৃষ্টি করে সরকার।
সেসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, এসব পদের মধ্যে দুটি অতিরিক্ত মহাপরিদর্শকের (আইজি)-র, বাকি ৫০টি ডিআইজি পদের জন্য।
এর আগে ৭ নভেম্বর আলাদা দুটি প্রজ্ঞাপনে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে (গ্রেড-৪) পদোন্নতি পেয়েছেন ১৫২ পুলিশ কর্মকর্তা। তাদের মধ্যে ১৪০ জনকে অস্থায়ী বিশেষ পদ বা সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি করা হয়, আর ১২ জন পান নিয়মিত পদোন্নতি।