চলছে বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ ধাপের দ্বিতীয় দিনের অবরোধ
বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর দেশব্যাপী ডাকা চতুর্থ ধাপের ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে।
রবিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া অবরোধ শেষ হবে মঙ্গলবার সকাল ৬টায়।
পদত্যাগ করে নির্দলীয় প্রশাসনের অধীনে আগামী নির্বাচন আয়োজন করতে সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যেই এই অবরোধের ডাক দিয়েছে বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলো।
আগের তিনটি অবরোধের তুলনায় সোমবার ঢাকার রাস্তায় যানবাহনের সংখ্যা একটু বেশি।
অফিসগামী, শিক্ষার্থী ও অন্যান্য যাত্রীদের তাদের নিজ নিজ গন্তব্যে যেতে দেখা গেছে।
রবিবার রাতে রাজধানীর তেজগাঁও ও নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়েছে, অবরোধ শুরুর আগে শনিবার রাত ৮টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ঢাকার যাত্রাবাড়ী, গুলিস্তান, গাবতলী, নটরডেম কলেজের কাছে, রূপনগর, সূত্রাপুর ও মিরপুর এলাকায় সাতটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে জনমনে আতঙ্ক তৈরি হয়।
রাজধানীর বিভিন্ন স্পটে জামায়াতের সড়কপথ অবরোধ
সরকারের পদত্যাগ, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ নেতৃবৃন্দের মুক্তি ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে অবরোধের তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার ২য় দিনে রাজধানীর শনির আখড়া, মতিঝিল, হাজারীবাগ, খিলগাঁও ও ধোলাইপাড় মোড়ে সড়ক পথ অবরোধ করেছে জামায়াত।
আজ (১৩ নভেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারী ডা: মো: ফখরুদ্দিন মানিকের নেতৃত্বে মিরপুর ১৩ তে বিক্ষোভ করেছে জামায়াতের কর্মীরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য টুটুল, জোন টিমের সদস্য আলাউদ্দিন মোল্লা,
ইসলামী ছাত্রশিবিরের মহানগর পশ্চিমের সেক্রেটারি সালাউদ্দিন মাহমুদ, শ্রমিক নেতা মিজানুর রহমান, মহানগর উত্তরের শুরা সদস্য আব্দুল মতিন খান, আনোয়ারুল করিম,আহসান হাবীব, আতিক হাসান ও মুসআব মুহাইমিন,আশিক, আলী হাসান, আশিকুর রহমান, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কেন্দ্র ঘোষিত ৪র্থ দফা অবরোধ কর্মসূচির ২য় দিনে ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল-তেজগাঁও অঞ্চলের উদ্যোগে সকালে রাজধানীর ফার্মগেটে অবরোধ করে বিক্ষোভ করেছে জামায়াতের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য আমিনুল ইসলাম, নোমান আহমেদি, ছাত্রশিবিরে সাবেক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক কলিম উল্লাহ ও ছাত্রনেতা মুরশিদুল ইসলাম ও নাজিমুদ্দিন প্রমুখ।
অবরোধ কর্মসূচীর ২য় দিনে কর্মসূচী পালন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা থানা। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য এম এ রহমান। উপস্থিত ছিলেন উত্তরা ও তুরাগের আমির, নায়েবে আমীর ও সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অবরোধের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী উত্তরের পল্লবী অঞ্চলের জামায়াত কর্মীরা মিরপুর ১১-তে অবরোধ করে বিক্ষোভ করেছে।
ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত অবরোধে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য সাইফুল কাদের, আবু হানিফ, জামায়াত নেতা জোবায়ের হোসাইন রাজন, মোশাররফ হোসেন, যুবনেতা মো: হাসানুল বান্না চপল, ছাত্র নেতা মো: তাইয়ান ও আব্দুল কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে গত ৫ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত দুই দফা ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধ ও ৩১ অক্টোবর থেকে তিন দিনের দেশব্যাপী অবরোধ ঘোষণা করে বিএনপি ও জামায়াতে ইসলামী।
অবরোধের সময় ব্যাপক সংঘর্ষ, সহিংসতা এবং বেশ কিছু যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।