শ্রমিক নেতা গ্রেপ্তারের প্রতিবাদে তেজগাঁওয়ের সাতরাস্তা অবরোধ ট্রাকচালকদের
অবরোধের কারণে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
তেজগাঁও ট্রাক ড্রাইভার মালিক সমিতির সভাপতি মনির তালুকদারকে গ্রেপ্তারের প্রতিবাদে সাতরাস্তা অবরোধ করেছেন সমিতির সদস্যরা।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ৭টার দিকে সড়ক অবরোধ করেন তারা। এ সময় মনিরকে না ছাড়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
গ্রেপ্তার মনির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
শ্রমিকদের দাবি, মনিরকে মুক্তি না দিলে শিল্পাঞ্চল থানা ঘেরাও করবেন তারা।
এদিকে অবরোধের কারণে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।