মানি চেঞ্জারগুলোকে অবশ্যই নির্ধারিত রেটে ডলার লেনদেন করতে হবে: কেন্দ্রীয় ব্যাংক
নির্ধারিত রেটে ডলার লেনদেনের জন্য মানি চেঞ্জারগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১৪ নভেম্বর) মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।
এর আগের সোমবার, কেন্দ্রীয় ব্যাংক মানি চেঞ্জারগুলোকে নগদ ডলার ১১৫.৫০ টাকা দরে কিনে ১১৭ টাকা দরে বিক্রি করার নির্দেশনা দিয়েছিল।
বৈঠকে যোগদানকারী একটি সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছে, কেউ নির্ধারিত রেটের চেয়ে বেশি দামে ডলার লেনদেন করলে, তা কেন্দ্রীয় ব্যাংককে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশনকে। অ্যাসোসিয়েশনের নেতারা নির্ধারিত রেট মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও, বৈঠকে মানি চেঞ্জারদের বিভিন্ন উদ্বেগ এবং অনুরোধ নিয়ে আলোচনা করা হয়।
মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল হেলাল উদ্দিন সিকদার টিবিএসকে বলেন, ডলার লেনদেনে নির্ধারিত রেট মেনে চলা নিশ্চিত করতে বৃহস্পতিবার থেকে তারা বিভিন্ন মানি চেঞ্জারের সাইট ভিজিট করবেন। ডলারের মূল্য ধীরে ধীরে কমবে বলে মনে করেন তিনি।
তবে রাজধানীর মতিঝিল ও দিলকুশা বাণিজ্যিক এলাকায় একাধিক মানি চেঞ্জারের সঙ্গে কথা বলে টিবিএস জানতে পেরেছে, গত দুই দিনে নগদ ডলারের দাম সামান্য কমলেও তা ১২৫ টাকা দরেই বিক্রি হচ্ছে। মানি চেঞ্জারগুলো ১২৪ টাকা দরে ডলার কিনছে।
একটি মানি চেঞ্জারের স্বত্বাধিকারী জানান, ব্যাংকগুলোতে নগদ ডলারের অভাব রয়েছে। "ব্যাংক ১২৩-১২৪ টাকা হারে রেমিট্যান্স অর্জন করছে। এই হার কমানো না হলে, নগদ ডলারের দাম নির্ধারণ করে দিয়ে উল্লেখযোগ্য ফলাফল নাও পাওয়া যেতে পারে।"
কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের (বাফেদা) বৈঠকের পর এখনও অনেক ব্যাংক অতিরিক্ত মূল্যে রেমিট্যান্স সংগ্রহ করছে।