নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান বিএনপির; দেশ ‘নিশ্চিত সংঘাতের দিকে যাচ্ছে’
নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশ এখন 'নিশ্চিত সংঘাতের' দিকে যাচ্ছে।
আজ বুধবার (১৫ নভেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তফসিলের প্রতিক্রিয়ায় তিনি বলেন, 'এ সরকারের অধীনে নির্বাচন হবে — এটা সম্পূর্ণ মিথ্যা। আমরা এ পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করছি।'
'আমি নির্বাচন কমিশনকে বলতে চাই, দেশকে সংঘাত-সংঘর্ষের দিকে ঠেলে দেওয়া হয়েছে। দেশকে নিশ্চিত সংঘাতের দিকে ধাবিত করা হয়েছে। আওয়ামী লীগ ছাড়া কার জন্য এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে?'
নির্বাচন কমিশনকে আওয়ামী লীগের কর্মকর্তা আখ্যা দিয়ে তিনি বলেন, ইসি আওয়ামী লীগের আজ্ঞাবহ।
তিনি বলেন, 'তারা আওয়ামী লীগের নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছে।'
রিজভী বলেন, জনগণ সমুচিত জবাব দিতে প্রস্তুত রয়েছে।
আগামী নির্বাচন যাতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় সেজন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি।
২৮ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির নয়াপল্টনে সমাবেশ করে। সমাবেশ মাঝপথে স্থগিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল পরদিন হরতাল ঘোষণা করেন।
পরদিন ফখরুলকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর আমীর খসরু ও মোয়াজ্জেম হোসেনসহ বিএনপির অন্যান্য নেতাদের গ্রেপ্তার করা হয়।
তারপর বিএনপি হরতাল এবং অবরোধ ঘোষণা করে। একই দাবিতে আন্দোলন করা জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলগুলোও এসব হরতাল-অবরোধে যোগ দেয়।
২০১১ সালে সংসদ নির্বাচিত দলীয় সরকারের অধীনে সাধারণ নির্বাচনের অনুমতি দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে।
বিএনপি ওই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছিল, এটি 'দেশকে একটি রাজনৈতিক সংঘাতের মধ্যে নিক্ষেপ করার' শামিল।