বিবিসি’র ১০০ প্রভাবশালী নারীর তালিকায় জান্নাতুল ফেরদৌস
ভয়েস অ্যান্ড ভিউজ-এর প্রতিষ্ঠাতা জান্নাতুল ফেরদৌস অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী হওয়ার জন্য বিবিসি-এর ১০০ প্রভাবশালী নারী ২০২৩-এর তালিকায় নির্বাচিত হয়েছেন।
এক দুর্ঘটনায় জান্নাতুলের শরীরের ৬০ শতাংশ পুড়ে যায়। বিবিসি'র প্রতিবেদনে বলা হয়, সব বাধা উপেক্ষা করে বর্তমানে তিনি একজন চলচ্চিত্র নির্মাতা, লেখক এবং প্রতিবন্ধী ক্যাম্পেইনার হয়ে উঠেছেন।
বন্ধুবান্ধব এবং পরিবারের কাছে আইভি নামেও পরিচিত জান্নাতুল। তিনি স্টোরিটেলিং-এর মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করছেন। ইতোমধ্যে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন। তিনটি উপন্যাসও প্রকাশিত হয়েছে। তার শিক্ষাগত কৃতিত্বের মধ্যে রয়েছে ইংরেজি সাহিত্যে এমএ এবং ডেভেলপমেন্ট স্টাডিজে ডিগ্রি।
বিবিসি'র ১০০ নারীর তালিকায় আরও আছেন অ্যাটর্নি ও প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা, মানবাধিকার আইনজীবী আমাল ক্লুনি, ব্যালন ডি'অর বিজয়ী ফুটবলার আইতানা বনমাতি, এআই বিশেষজ্ঞ টিমনিট গেব্রু, নারীবাদী আইকন গ্লোরিয়া স্টেইনেম, হলিউড তারকা আমেরিকা ফেরেরা ও বিউটি মোগল হুদা কাতান।