জাতীয় সংসদ নির্বাচন: রাজনৈতিক দলগুলোর মনোনয়ন ফরমের মূল্য তালিকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল মনোনয়ন ফরম বিক্রি করছে। ইতোমধ্যেই আজ মঙ্গলবার (২১ নভেম্বর) শেষ হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ফরম বিক্রি।
মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিতরণ করা এসব ফরমের দাম দল-ভেদে ভিন্ন ভিন্ন।
যেমন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিটি মনোয়ন ফরমের দাম ৫০ হাজার টাকা, যা সব দলের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে, সবচেয়ে কম দাম ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ফরমের, যা মাত্র এক হাজার টাকা। এপর্যন্ত ২১৬টি ফরম বিক্রি করেছে দলটি।
সে তুলনায়, গত ১৮ নভেম্বর থেকে মোট ৩ হজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ।
আরেক রাজনৈতিক দল– জাতীয় পার্টি (এরশাদ) ৩০ হাজার টাকায় মনোনয়ন ফরম বিক্রি করছে, যা দ্বিতীয় সর্বোচ্চ মূল্য। এপর্যন্ত দলটি ১ হাজার ১৭৯টি ফরম বিক্রি করেছে। আগামী বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ফরম বিক্রির ইতি টানবে তারা।
অন্যদিকে, জাতীয় পার্টি (মঞ্জু) প্রতিটি ১০ হাজার টাকা মূল্যে ১০০টি ফরম বিক্রি করেছে।
এই চার দল মিলে এপর্যন্ত পাঁচ হাজার ফরম বিক্রি করেছে। এর বাইরে তৃণমূল বিএনপি ২৪৬টি, জাতীয় সমাজতান্ত্রিক দল ৩৯১টি এবং বাংলাদেশ তরীকরত ফেডারেশন ১০০ মনোনয়ন ফরম বিতরণ করেছে। বাংলাদেশ সুপ্রিম পার্টির একটিও ফরম এপর্যন্ত বিক্রি হয়নি।
এ ছাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রতিটি ৬ হাজার টাকা দামে ১০০টি ফরম বিক্রি করেছে। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বিক্রি করেছে ২১৬টি ফরম।