বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সংরক্ষিত ৫০ নারী আসনের এমপিদের গেজেট প্রকাশ
দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৫০ জন সংসদ সদস্যের গেজেট প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জারি করা নির্বাচিতদের নাম ও ঠিকানা সম্বলিত গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়, সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের তালিকা সংশ্লিষ্ট আইনের বিধান অনুযায়ী প্রকাশ করা হয়েছে।
প্রার্থীদের প্রতীক বরাদ্দ হওয়ার কথা ছিল আজ ২৭ ফেব্রুয়ারি। আর ১৪ মার্চ ভোটের দিন ধার্য করেছিল নির্বাচন কমিশন (ইসি)।
তবে ইসি জানিয়েছে, কেবল ৫০ জন প্রার্থী মনোনয়ন জমা দেওয়ায় এবং তাদের কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। ফলে ভোটের আয়োজনের প্রয়োজন নেই।
বিদ্যমান আইন অনুযায়ী, নারীদের জন্য সংরক্ষিত সংসদীয় আসন সাধারণ নির্বাচনে জয়ী আসনের অনুপাতে দলগুলোর মধ্যে বণ্টন করা হয়। সাধারণ সংসদীয় আসনে নির্বাচিত সাংসদরা এ সংরক্ষিত আসনে ভোট দেন।
নির্বাচিত ৫০ জন সংসদ সদস্যের মধ্যে ৪৮ জন আওয়ামী লীগ ও এর মিত্রজোটের এবং দুইজন জাতীয় পার্টির। ৫০ জন নারী সংসদ সদস্য তাদের আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এই বছরের ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি আসন, জাতীয় পার্টি ১১টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ওয়ার্কার্স পার্টি এবং কল্যাণ পার্টি একটি করে এবং স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়লাভ করে।
সংসদীয় আসনের আনুপাতিক বরাদ্দ অনুযায়ী, স্বতন্ত্র নির্বাচনে বিজয়ীদের সঙ্গে আওয়ামী লীগ পেয়েছে ৪৮টি আসন, আর জাতীয় পার্টি পেয়েছে দুটি।
গত ৬ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে মনোনয়ন দাখিল এবং ১৯ ও ২০ ফেব্রুয়ারি মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ছিল ২৫ ফেব্রুয়ারি।