পদোন্নতির নয় মাস পরই ডিএসই’র ২ কর্মকর্তার পদাবনতি
অরগানোগ্রাম লঙ্ঘন করে পদোন্নতি দেওয়ায় এবার দুই কর্মকর্তার পদাবনতি করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসইর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. সামিউল ইসলাম এবং মোহাম্মদ আসাদুর রহমানকে জেনারেল ম্যানেজার পদে অবনতি দেওয়া হয়েছে।
গত বুধবার (২৩ নভেম্বর) ডিএসই বোর্ড সভায় এই দুই কর্মকর্তাকে বর্তমান পদ থেকে সরিয়ে পূর্বের পদে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, অর্গানোগ্রামে না থাকলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে সামিউল ইসলাম ও আসাদুর রহমানকে সিনিয়র জেনারেল ম্যানেজার পদে পদোন্নতি দেয় ডিএসইর বোর্ড।
সামিউল ইসলাম ডিএসইর মার্কেট ডেভেলপমেন্ট আর আসাদুর রহমান কোম্পানি সেক্রেটারি এবং এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে দায়িত্ব পালন করছেন।
ডিএসইর কর্মকর্তারা জানান, ডিমিউচুয়ালাইজেশন স্কিমঅনুযায়ী অরগানোগ্রামে সিনিয়র জেনারেল ম্যানেজার পদ না থাকলেও, নতুন পদ সৃষ্টি করে ওই কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।
বিষয়টিকে বিধি-বর্হিভূত ও শৃঙ্খলা পরিপন্থী আখ্যা দিয়ে ব্যবস্থা গ্রহণ করতে ডিএসইকে চিঠি দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সাত দিনের মধ্যে ব্যবস্থা নিয়ে কমিশনকে অবহিত করার অনুরোধ জানানো হয় ওই চিঠিতে।
যে সকল কর্মকর্তাকে সিনিয়র জেনারেল ম্যানেজার পদে পদোন্নতি ও পদায়ন করা হয়েছে, তাদেরকে পদ অবনমন করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশনা দেয় কমিশন।
পাশাপাশি চিঠিতে সিনিয়র জেনারেল ম্যানেজার পদে পদোন্নতি ও পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের প্রদত্ত যাবতীয় বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধাদি অবিলম্বে বন্ধকরণ এবং আর্থিক সুবিধাদি আদায়পূর্বক ডিএসই'র হিসাবে জমা প্রদানের নির্দেশনা দেওয়া হয়।
ওই দুই কর্মকর্তার পদ অবনমন করে গতকাল বৃহস্পতিবার ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা সাইফুর রহমান মজুমদার স্বাক্ষরিত দুইটি চিঠি ইস্যু করা হয়েছে।